অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: সোনার বিস্কুট পাচার কাণ্ডে ধৃত পাচারকারীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। পাশাপাশি পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বিএসএফ এর তরফে। উল্লেখ্য, ধৃত ওই পাচারকারীর নাম বিমান মন্ডল (৪৯)।তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বানুড়া এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাট থানার অন্তর্গত শুভায়ন হোম এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ এর ১৩৭ নং ব্যাটেলিয়নের জোয়ানেরা। তার কাছ থেকে দশটি সোনার বিস্কুট উদ্ধার করেন বিএসএফ। যার বাজার মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা। এরপরই বিএসএফের তরফ থেকে থাকে শুল্ক দপ্তরে হাতে তুলে দেয়া হয়। সোনার বিস্কুটের পাশাপাশি ধৃতের কাছ থেকে একটি মোটর বাইক, একটি মোবাইল ও কিছু ইন্ডিয়ান কারেন্সি উদ্ধার করেন বিএসএফ জোয়ানেরা। শুক্রবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। এ বিষয়ে কাস্টমসের এক আইনজীবী জানান, আজকে মহামান্য বিচারক হেয়ারিং এর পর আসামির বিল প্রার্থনা কে রিজেক্ট করেন। ধৃতের এর কাছ থেকে ১০ টি সোনার বিস্কুট পাওয়া গেছে। যার ওজন এক কিলো একশ ৬৫ গ্রাম। বাজার মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা। বিচারক আজ ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct