আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘মস্তিষ্ক খেকো অ্যামিবায়’ আক্রান্ত হয়ে একজন মারা গেছেন বলে জানিয়েছে কর্মকর্তারা। দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডায় শার্লট কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভুক্তভোগী সম্ভবত কলের জল দিয়ে তার নাক পরিষ্কার করতে গিয়ে এই বিরল ভয়ংকর অ্যামিবায় সংক্রমিত হয়েছিলেন।‘নেগেলেরিয়া ফাউলেরি (মস্তিষ্ক খেকো অ্যামিবা)’ সাধারণত নাক দিয়ে প্রবেশ করে এবং মস্তিষ্ক সংক্রমিত করে। কর্মকর্তারা বলছেন, কলের জল পান করা বিপজ্জনক নয়, কারণ পাকস্থলীর এসিড এই একক কোষের অণুজীবকে মেরে ফেলে। তবে নাকের ভেতর চলে গেলে সমস্যা হতে পারে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, এই ধরনের সংক্রমণ সব সময়ই মারাত্মক আকার ধারণ করে। কর্মকর্তারা এখন পর্যন্ত নিহতের পরিচয় জানাতে পারেননি। বৃহস্পতিবার ওই অঞ্চলের স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র নিশ্চিত করেন যে সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct