সেখ মহম্মদ ইমরান, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষার মূল বিষয় গুলোর শেষ পরীক্ষা শেষ হলো শুক্রবার। এদিন ছিল ভৌত বিজ্ঞান পরীক্ষা। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জানিয়েছে এদিন ভালো হয়েছে তাদের পরীক্ষা। এবারের মাধ্যমিকে অন্যান্য বিষয়ের প্রশ্ন নিয়ে তেমন বিতর্ক না হলেও ইতিহাস প্রশ্ন বেশ কঠিন এবং অংকের প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে বলে অভিযোগে একাংশের পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। পাশাপাশি অংক পরীক্ষায় পর্ষদ গ্রাফ সরবরাহ না করায় বিস্তর বিতর্ক হয়েছে। ইতিহাসের মাল্টিপল চয়েস প্রশ্নগুলোর বেশ কয়েকটি খুব কঠিন ছিল বলে অভিযোগ। পরীক্ষার্থীদের বক্তব্য তিন চারটি বই ঘেঁটেও সব উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে অংকে সব ধরনের ছাত্র ছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে জ্যামিতি বিভাগে উপপাদ্যটি রিপিট করা উচিৎ হয়নি বলে মনে করছেন অনেক শিক্ষক-শিক্ষিকা। ইতিহাসেও অধ্যায় ভিত্তিক বিভাজনে প্রশ্ন ঠিক ঠাক হয়নি বলেও অভিযোগ। ইতিহাসেও রচনাধর্মী প্রশ্ন রিপিটের অভিযোগ রয়েছে। এটা না হলেই ভালো হতো বলে মতামত দিয়েছেন অনেকেই। এছাড়া। জীবন বিজ্ঞান পরীক্ষার প্রশ্নগুলোর বেশ কিছু প্রশ্ন ঘুরিয়ে এসেছে বলে অভিযোগ। অনেক শিক্ষক-অভিভাবকদের একটি বড় অংশের বক্তব্য, কোভিড পরবর্তী পর্যায়ে এই প্রথম গোটা সিলেবাস অনুযায়ী মাধ্যমিকের মতো জীবনের বড় পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা, তাই এক্ষেত্রে প্রশ্ন নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা করা উচিৎ হয়নি প্রশ্নকর্তাদের। এছাড়া হঠাৎ করে ঘোষিত রুটিনে ইতিহাস ও অংক পরীক্ষার আগে যে ছুটি ছিল তা বাতিল করে পর্ষদ। যা পুরোপুরি পরীক্ষার্থীদের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct