আপনজন ডেস্ক: রাজ্য জুড়ে ক্রমে ক্রমে বেনিয়মে নিয়োগগকৃত শিক্ষকের চাকরিচ্যুত হওয়ার তালিকা দীর্ঘ হচ্ছে। দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে এসএলএসটি তথা নবম-দশমের ৬১৮জন শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পর বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন সুপারিশ প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করেছিল। এবার সেই পথ ধরে সেই ৬১৮ জন শিক্ষকের চাকরির নিয়োগপত্র বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদও। এরপর থেকে আর শিক্ষক রইলেন না ওই ৬১৮ জন। এই সব পদে নিয়োগের ক্ষেত্রে ওএমআর জালিয়াতি করে নিয়োগে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ যে সত্যি, তা স্বীকার করে নিয়েছিল এসএসসি-ও। উল্লেখ্য, ২০১৬ সালের নবম-দশমে চাকরির পরীক্ষায় ব্যাপক গরমিলের অভিযোগ। ৯৫২টি ওএমআর শিট বিকৃত, সাদা খাতা দিয়েও সার্ভারে কারও নম্বর ৫০, কারও ৫৩ নম্বর মেলে বলে অভিযোগ ওঠে। সেই ৯৫২জনের মধ্যে প্রথম ধাপে চাকরি গেল ৬১৮জনের। শুধু নবম দশমের শিক্ষক নয়, ১৯১১ জন গ্রুপ ডি কর্মীকেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল করা হয়েছিল। তারপর চাকরিপ্রার্থীদের সুপারিশপত্র প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। নিয়োগপত্র প্রত্যাহার করে মধ্যশিক্ষা পর্ষদও। বিচারপতি নির্দেশ দেন, ১,৯১১ জনের জায়গায় ওয়েটিং লিস্ট থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct