আপনজন ডেস্ক: কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে অসুস্থজনিত কারণে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের এক মুখপাত্র শুক্রবার এ তথ্য জানিয়েছেন। হাসপাতালের ট্রাস্ট সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা এক বিবৃতিতে বলেন, সোনিয়া গান্ধিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন ৭৬ বছর বয়সী এই রাজনীতিক। গত জানুয়ারিতে তিনি শ্বসনতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সম্প্রতি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কংগ্রেসের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিয়েছিলেন সোনিয়া গান্ধী। ওই অধিবেশনের দ্বিতীয় দিনে তিনি রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তার কয়েকদিন পর ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct