আপনজন ডেস্ক: কলকাতা হাইকোর্ট জামিনে মুক্তির নির্দেশ দিলেও ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকীর তবু জেল মুুক্তি ঘটল না শুক্রবারও। দীর্ঘ ৪০ দিন জেলবন্দি থাকার পর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে তার জেল মুক্তি হওয়ার কথা থাকলেও সেই নির্দেশের একদিন পেরিয়ে গেলেও প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে সেই রায়ের কপি এসে পৌঁছল না। এর ফলে তার জেল মুক্তি না হওয়ায় শুক্রবারও ফের জেল হেফাজতেই থাকতে হচ্ছে নওশাদ সিদ্দিকীকে। সম্ভবত শনিবার সকালে তার জেল মুক্তি ঘটবে। সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের রায়ের কপি শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছয়নি। । কিন্তু, এই সময়ের মধ্যে এদিন জেলে জামিনের কোনও কপি আসেনি বলে জানা যাচ্ছে। এর আগে প্রেসিডেন্সি জেলার দেবাশীষ চক্রবর্তী জানিয়েছিলেন, সূর্যাস্ত হওয়ার আগে আমাদের কাছে আদালতের কাগজ আসলে আমাদের যেটুকু সময় লাগবে সেইটুকু নিয়ে তারপর তাকে ছেড়ে দেওয়া হবে জেল থেকে। যেহেতু তার অনেক কটা কেস রয়েছে এই কতটা সময় লাগবে বলা যাচ্ছে না। তবে কোর্টের কপি আসলে সূর্যাস্তের আগে তাহলে তাকে আজই ছেড়ে দেয়া হবে। কিন্তু সন্ধ্যায় জেল সুপার দেবাশীষ ভট্টাচার্য জানান, আইনি জটিলতার কারণে আদালত থেকে কোনরকম কাগজ জেলে এসে পৌঁছায়নি এবং ইতিমধ্যে জেলের বেল পড়ে গেছে লকআপ বন্ধ হয়ে গেছে। এরপরে যদি কাগজ আসে তাহলে লকআপ খোলার পরেই অর্থাৎ আগামীকাল শনিবার সকালে তাকে ছাড়া হবে।এদিন, নওশাদ সিদ্দিকীর জেল মুক্তি হবে আশায় তার অনুগামীরা ভিড় জমান জেল চত্বরে। সে উপলক্ষে জেল চত্বর এলাকা নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়। উল্লেখ্য, ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফ-এর দলের প্রতিষ্ঠা দিবসে কর্মসূচি ঘিরে ঝামেলা হয়। সেই ঘটনায় নওমাদা সহ ৮৮জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার হাই কোর্ট বিধায়ক নওশাদ সিদ্দিকীসহ গ্রেফতার হওয়া আরও ৬৩ জনকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct