আপনজন ডেস্ক: কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল দ্রুত শুনানি হবে না। তবে হিজাব পরার আবেদনের শুনানির জন্য সুপ্রিম কোর্ট একটি বেঞ্চ গঠন করা হবে। সুপ্রিম কোর্টে হোলির ছুটির পর খুলবে ১৩ মার্চ। তাই প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড় প্রাথমিকভাবে আশ্বাস দেন যে মামলাটি ১৭ মার্চ তালিকাভুক্ত করা হবে। কর্নাটকের সরকারি স্কুলে পরীক্ষা ৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তাই হিজাব পক্ষের আইনজীবী আদালতে আর্জি জানান, ৯ মার্চ শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হচ্ছে। সেজন্য সেই তারিখের আগে আদালতকে মামলার শুনানি করা হোক। শিক্ষার্থীরা এক বছর মিস করেছিল এবং এটি পরীক্ষার দ্বিতীয় বছর। তাই দ্রুত শুনানি বিবেচনা করা হোক। প্রধান বিচারপতি আইনজীবীকে স্মরণ করিয়ে দেন, হোলির ছুটিতে সুপ্রিম কোর্ট বন্ধ হওয়ার আগে তিনি কাজের শেষ দিনে মামলাটি উল্লেখ করেছিলেন। পরবর্তী কর্মদিবস ১৩ মার্চ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা ও জেবি পারদিওয়ালার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুক্রবার এ নিয়ে বলে, কর্নাটকের সরকারি স্কুলে হিজাব পরা মুসলিম ছাত্রীদের আবেদনের শুনানির জন্য একটি তিন বিচারপতির বেঞ্চ গঠন করা হবে। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের পক্ষে আইনজীবী শাদান ফরাসাত আদালতকে আবেদন করেন, হিজাবধারী ছাত্রীদের ভবিষ্যত ঝুঁকির মধ্যে থাকায় অবিলম্বে মামলাটি তালিকাভুক্ত করে শুনানি করা হোক। তিনি আরও বলেছিলেন, তারা ইতিমধ্যে এক বছর হারিয়েছে। তারা বেসরকারি কলেজের শিক্ষার্থী হলেও সরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাদের পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দিন। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কেন তাদের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না? ফারাসাত তার জবাবে বলেন, কারণ তারা মাথার স্কার্ফ পরেছে। এর সূত্রপাত গত বছরের অক্টোবরে। বিচারপতি হেমন্ত গুপ্তা (বর্তমানে অবসরপ্রাপ্ত) এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ সরকারি প্রতিষ্ঠানে হিজাব পরার মৌলিক অধিকার রয়েছে কিনা তা নিয়ে বিভক্ত রায় দিয়েছিল। বিচারপতি গুপ্তা কর্নাটকের নিষেধাজ্ঞামূলক সরকারি আদেশবহাল রেখে বলেছিলেন,, রাষ্ট্রীয় তহবিল থেকে পরিচালিত “ধর্মনিরপেক্ষ” বিদ্যালয়গুলিতে ধর্মীয় বিশ্বাসের আপাত প্রতীক পরা যাবে না। অন্যদিকে, কর্নাটকের স্কুল শিক্ষা মন্ত্রী বি সি নাগেশ ফের বলেছেন, কর্নাটকের সরকারি স্কুলে হিজাব অনুমোদন করা হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct