আপনজন ডেস্ক: অবশেষে বেশ কয়েক বছর সংস্কার কাজের পর মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়েছে মিসরের একটি ঐতিহাসিক মসজিদ। মঙ্গলবার আলজাজিরা জানায়, ওই মসজিদটির নাম মসজিদুল হাকিম। পুরান কায়রোতে এর অবস্থান। স্থানীয় সময় গত সোমবার মসজিদটি ফের উদ্বোধন করা হয়েছে। এটি মিসরের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। দেশটির সর্ববৃহৎ মসজিদ হলো- ইবনে তুলুন মসজিদ। ২০১৭ সালে মসজিদুল হাকিমের সংস্কার ও পরিবর্ধনের কাজ শুরু হয়। এতে বাজেট ছিল ২৮ লাখ ডলার। ঐতিহাসিক এ মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ৩৮০ হিজরিতে (৯৯০ সাল) পঞ্চম ফাতেমী খলিফা আজিজ বিল্লাহের হাত ধরে। পরে তার ছেলে হাকিম বি-আমরিল্লাহ ৩৯৩ হিজরিতে (১০০৩ সাল) এটির নির্মাণকাজ সমাপ্ত করেন এবং ৪০৩ হিজরিতে (১০১২ সাল) এটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct