আপনজন ডেস্ক: এখন থেকে শিক্ষা না নিলে আগামী ১২ বছরের মধ্যে বিশ্বের বেশিরভাগ মানুষ স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগবে। এদিন এই সতর্ক বার্তা দিয়েছে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন। তাদের দাবী মতো, স্বাস্থ্যগত এই জটিলতায় ৪০০ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শিশুদের মধ্যে স্থূলতার প্রবণতা সবচেয়ে বেশি হবে। সবচেয়ে বেশি প্রভাবিত হবে আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা মধ্যবিত্ত পরিবারগুলি। আগামী ২০৩৫ সাল মধ্যে স্থূলতা সমস্যায় বার্ষিক খরচ দাঁড়াবে ৪ ট্রিলিয়ন ডলারের বেশি।এ ব্যাপারে এখনই পদক্ষেপ নিতে সতর্ক করে দিয়েছেন ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের সভাপতি অধ্যাপক লুইস বাউর। শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে স্থূলতার ক্রমবর্ধমান হারকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এই হার ছেলে ও মেয়ে উভয়ের মধ্যে ২০২০ সালের তুলনায় দ্বিগুণ হবে।নিম্ন আয়ের দেশে স্থূলতার প্রভাবও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাপী স্থূলতা সর্বাধিক বাড়তে পারে এমন ১০টি দেশের মধ্যে নয়টি আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা নিম্ন-মধ্যম আয়ের দেশ। কারণ হিসেবে রয়েছে প্রক্রিয়াজাত খাবারের গ্রহণের অতিরিক্ত প্রবণতা, বেশির ভাগ সময় বসে কাজ করার অভ্যাস, খাদ্য সরবরাহ ও বিপণন নিয়ন্ত্রণের দুর্বল নীতি এবং ওজন ব্যবস্থাপনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct