আপনজন ডেস্ক: যেটার আশঙ্কা, সেটাই ঘটতে চলেছে। এবার মানুষের জায়গা নিতে চলেছে চ্যাটজিপিটি। বিশেষজ্ঞদের ধারণা ছিল মাইক্রোসফটের চ্যাটজিপিটি ধীরে ধীরে মানুষের জায়গা নেবে। আর এতে আগামীদিনে কাজ হারাবে বহু মানুষ। ইতিমধ্যেই বহু নামী দামি কোম্পানি কর্মীর পরিবর্তে চ্যাটজিপিটি ব্যবহার করতে শুরু করেছে। এর পিছনে তারা অবশ্য হাজার হাজার ডলার খরচ করছে। শোনা যাচ্ছে, যে সব কোম্পানি চ্যাটজিপিটি ব্যবহার করছে, তারা প্রায় ৪৮ শতাংশ অর্থ সাশ্রয় করছে। রিজিওমবিল্ডার ইতোমধ্যে চ্যাটজিপিটি নিয়ে একটি সমীক্ষা করেছে। যেখানে ১০০০ জন বিজনেস লিডার অংশগ্রহণ করেন। সেখানে দেখা গেছে তাদের মধ্যে অর্ধেক চ্যাটজিপিটি ব্যবহার করছেন। অনেক কোম্পানি কর্মীদের পরিবর্তে চ্যাটজিপিটি ব্যবহার করছে। টিসিএস-এর মতে, চ্যাটজিপিটি উৎপাদনশীলতা বাড়াবে। তাদের দাবী, এর ফলে মানুষের চাকরি যাবে না, বরং মানুষের পাশে চ্যাটজিপিটি তার সহকর্মী হিসেবে কাজ করবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct