সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর সদস্য আসজাদ হোসেন এবং খাদিজা খাতুনের বিবাহ উপলক্ষে বীরভূম জেলার সদাইপুর থানার ভগবতীপুর গ্রামে ভ্রাম্যমাণ রক্তদান শিবির পাশাপাশি থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরের আয়োজিত হয় বৃহস্পতিবার। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ বাসের মধ্যে এই রক্তদান শিবিরে ডোনাররা খুবই স্বাচ্ছন্দের সাথে রক্তদান করেন। জেলা সদর সিউড়ি হাসপাতাল ব্লাড সেন্টার থেকে আগত দলের সদস্যরা রক্ত সংগ্রহ করেন। এদিন শিবিরে পাত্র আসজাদ এবং পাত্রী তথা তার স্ত্রী খাদিজা রক্তদান করতে যান। কিন্তু খাদিজার কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় রক্ত দানে বাধা পান। তবে খাদিজার পরিবারের পক্ষ থেকে প্রায় সাত জন এবং আসজাদ নিজে রক্তদান করেন। উক্ত শিবিরে দুই পরিবারের সদস্যদের মধ্যে থেকে ৩০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। উদ্যোক্তা আসজাদ হোসেন এর স্ত্রী খাদিজা জানান, আমি আমার এলাকায় নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করে থাকি,তাই নিজের বিবাহ উপলক্ষে মানুষের সহযোগিতার লক্ষ্যে এই শিবিরের আয়োজন। জেলার রক্তদান আন্দোলনের কর্মী প্রিয়নীল পাল জানান, আমরা জেলা জুড়ে গতবারে প্রায় ৯০ এর অধিক রক্তদান শিবির করেছি। এই বছর আশা করছি ১৫০ টির বেশি রক্তদান শিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে।উল্লেখ্য বিশেষ দিনে বিশেষ রক্তদান শিবির করায় সকলের মধ্যে উৎসাহ বাড়িয়ে তোলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct