নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে বৃহস্পতিবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি হয়ে গেল কালিয়াচকে। তৃণমূল নেতাদের এদিন কাছে পেয়ে আপ্লুত গ্রামের মানুষ। কালিয়াচক-১ ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এক দলীয় কর্মীর বাড়িতে সবার সঙ্গে বসে মধ্যাহ্নভোজন সারেন তৃণমূল নেতারা। সংশ্লিষ্ট এলাকার মানুষ স্বত:স্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন। তাঁদের অভাব, অভিযোগ জানানোর পাশাপাশি ধন্যবাদ জানান রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ১৫টি প্রকল্প নির্ধারিত রয়েছে। সিংহভাগ মানুষই এসব প্রকল্পের সুবিধে পাচ্ছেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির এই কর্মসূচিতে অংশ নেন তৃণমূল রাজ্য সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, কালিয়াচক-১ ব্লক সভাপতি সামিজুদ্দিন আহমেদ, পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, তৃণমূল নেতা আব্দুর রহমান, ব্লক মহিলা সভাপতি দিলরুবা ইয়াসমিন, অঞ্চল প্রধান এসারুদ্দিন সেখ, নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি বকুল শেখ-সহ অন্যান্য নেতারা। এদিন দিদির দূতেরা নয়াগ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি যান এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে তুলে ধরেন। সবাই সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা তাও খতিয়ে দেখেন। কেউ প্রকল্পের সুবিধা না পেলে সে যেন দ্রুত সুবিধে পান তার যাবতীয় তথ্য লিখে নেন তাঁরা। এছাড়াও একাধিক স্কুলও পরিদর্শন করেন দিদির দূতেরা। সেখানে স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সাথে কথাবার্তা বলেন। কোনও সমস্যা থাকলে সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন। রাজ্য সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন জানান, ‘সারা রাজ্য ব্যাপী এই কর্মসূচি চলছে। আমরা একেকজন দিদির দূত। রাজ্যে মোট ৬২টি সরকারি প্রকল্প রয়েছে। তারমধ্যে এই কর্মসূচিতে নির্ধারিত ১৫টি প্রকল্প ঘরে ঘরে পৌঁছে কি না তা আমরা দেখছি, না পৌঁছলে আমরা ওই নামটি লিলিবদ্ধ করে যথাস্থানে পাঠিয়ে দিচ্ছি। আমাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct