আপনজন ডেস্ক: দাতব্য কাজে বছরে কমপক্ষে এক বিলিয়ন পাউন্ড দান করেন যুক্তরাজ্যের মুসলিমরা। ২০৫০ সালের মধ্যে দানের অর্থের পরিমাণ চার বিলিয়ন পাউন্ডে গিয়ে পৌঁছবে। লন্ডনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান দ্য আয়ান ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রদান করা হয়েছে। সম্প্রতি ‘অ্যাইডিং দ্য উম্মাহ : অ্যানালাইসিং দ্য মুসলিম হিউম্যানিটেরিয়ান চ্যারিটি সেক্টর ইন দ্য ইউকে’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে আয়ান ইনস্টিটিউট। মুসলিম দাতব্য সংস্থার সংখ্যা নির্ণয়, আর্থিক সহায়তার বিশ্লেষণ ও কৌশলগত নির্দেশনা নিয়ে এ ধরনের গবেষণা প্রতিবেদন এবারই প্রথম উল্লেখ করে তাতে বলা হয়, ২০২০ সালে ব্রিটিশ মুসলিম দাতব্য সংস্থাগুলো ৭০৮ মিলিয়ন পাউন্ড অর্থ সংগ্রহ করেছে। পাশাপাশি যুক্তরাজ্যের মুসলিমরা বিভিন্ন ক্ষেত্রে দান করে থাকেন। তার মানে প্রতিবছর এক বিলিয়ন পাউন্ড দান করা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, মানবিক সহায়তার লক্ষ্যে দেশটিতে বর্তমানে এক হাজার ২৬টি মুসলিম দাতব্য প্রতিষ্ঠান রয়েছে। চার হাজার ১০৮ ট্রাস্টির পরিচালনায় এসব প্রতিষ্ঠানে কাজ করছেন ১০ হাজার ১২৭ স্বেচ্ছাসেবক। গত দুই দশকে মুসলিম দাতব্য প্রতিষ্ঠান বৃদ্ধির হার ৯১ শতাংশ। তাতে আরো বলা হয়, ২০২০ সালে ৭০৮ মিলিয়ন পাউন্ড অর্থ সংগ্রহ করা হয়। যার মধ্যে ৬১১ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct