আপনজন ডেস্ক: প্রিন্স হ্যারি এবং মেগানকে ব্রিটিশ রাজপরিবারের উইন্ডসর প্রাসাদের ‘ফ্রগমোর কটেজ’ নামের ব্রিটিশ বাড়িটি ছাড়তে বলা হয়েছে। দম্পতির মুখপাত্র নিশ্চিত করেছেন। তবে বাকিংহাম প্যালেস থেকে এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। প্রিন্স হ্যারি ও মেগান দম্পতি তাদের দুই সন্তান আর্চি এবং লিলিবেটের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় থাকেন। তারা ২০২০ সালে রাজপরিবার ছেড়ে দেয় এবং এর পরেই যুক্তরাজ্য ত্যাগ করে। খবর বিবিসি। এই বাড়িটি তারা ২৯ লাখ ডলার খরচ করে সংস্কার করেছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct