আপনজন ডেস্ক: বিরতি থেকে ফিরে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৭তম মিনিট পর্যন্ত লিড ধরে রাখে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এরপর আত্মঘাতী গোল উপহার দিয়ে রেড ডেভিলদের ম্যাচে ফেরায় ডেভিড ময়েসের শিষ্যরা। সমতায় ফেরার ১৮ মিনিটের মধ্যে আরও দুই গোলে জয় তুলে নেয় এরিক টেন হাগের দল। বুধবার ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-১ গোলের নাটকীয় জয় পায় স্বাগতিক ম্যানইউ। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে জয়সূচক গোল করে অনন্য কীর্তি অর্জন করেন ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচো। ঘরের মাঠে ম্যাচজুড়ে আধিপত্য দেখায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৬০ শতাংশ বল দখলে রেখে ২২টি শটের ৮টি লক্ষ্যে রাখে। বিপরীতে ৪০ শতাংশ বল পজেশনে রাখা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ম্যানইউর অর্ধেক শটও নিতে পারেনি। দাপট দেখাতে না পারলেও প্রথম লিডটা ওয়েস্ট হ্যামই নেয়। বিরতির পর ৫৪তম মিনিটে সফরকারী দলকে এগিয়ে নেন আলজেরিয়ান উইঙ্গার সাঈদ বেনরহমা। ৭৭তম মিনিটে ম্যানইউর আক্রমণ ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠান ওয়েস্ট হ্যামের মরোক্কান ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দ। এরপর ৯০তম মিনিটে লক্ষ্যভেদ করে ব্যবধান গড়ে দেন ম্যানইউর স্প্যানিশ উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। এফএ কাপে গত ১৪ বছরের ইতিহাসে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে জয়সূচক গোলটি করলেন আলেহান্দ্রো গারনাচো। ১৮ বছর ২৪৩ দিন বয়সে এই কীর্তি গড়লেন স্প্যানিশ উইঙ্গার। আগের কীর্তিটি ছিল ড্যানি ওয়েলবেকের। ২০০৯ সালের জানুয়ারিতে এফএ কাপের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ম্যানইউর হয়ে জয়সূচক গোলটি করেছিলেন এই ফরোয়ার্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct