আপনজন ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একাধিক শহরে মেয়েদের অন্তত ১০টি স্কুলে সন্দেহভাজন গ্যাস হামলার ঘটনা ঘটেছে। বুধবার ইরানের উত্তরপশ্চিমের আরদাবিল এবং রাজধানী তেহরানে মেয়েদের স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।ইরানজুড়ে গত তিন মাসে শত শত স্কুলছাত্রী শ্বাসকষ্টে ভুগছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। অন্যদিকে, দেশটির সরকারি একজন কর্মকর্তা সন্দেহ প্রকাশ করে বলেছেন, মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা হিসাবে স্কুলগুলোতে গ্যাস হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct