আপনজন ডেস্ক: ইন্দোরের উইকেট নিয়ে সমালোচনা চলছে। ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট শেষ হয়ে যেতে পারতো দুই দিনেই। তবে চেতেশ্বর পূজারার দৃঢ়তায় ম্যাচ গড়ালো তৃতীয় দিনে। সিরিজে এরই মধ্যে ২-০তে এগিয়ে যাওয়া ভারত ইন্দোরে রয়েছে পরাজয়ের মুখে। সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ান বোলারদের নৈপুণ্যে একশ’র কোঠা পেরোতেই থামে ভারতের প্রথম ইনিংস। ব্যাট হাতে দুইশ’ ছুঁতে পারেনি অস্ট্রেলিয়াও। তবে দ্বিতীয় ইনিংসেও নাকাল ভারতীয়রা। গতকাল ১৬৩ রানে গুঁড়িয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। বল হাতে রেকর্ড গড়েন অজি স্পিনার নাথান লায়ন। এতে জয়ের জন্য চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় কেবল ৭৬ রানের।
ভারতের দরকার ১০ উইকেট। ইন্দোর টেস্টের প্রথম দিন নিজেদের প্রথম ইনিংসে ১০৯ রান তুলে অলআউট হয় ভারত। ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৫৬ রান তুলে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে দলীয় সংগ্রহে মাত্র ৪১ রান যোগ করতে সমর্থ্য হয় অজিরা। ১৯৭ রানে থামে অজিদের প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয় ভারত। গতকাল অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্ব ৭ এবং ক্যামেরুন গ্রিন ৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। তবে সফরকারী দলের এই দুই ব্যাটার বেশি লম্বা করতে পারেননি নিজেদের ইনিংস। ৯৮ বল খেলে ১ বাউন্ডারিতে ১৯ রান নিয়ে ফেরেন হ্যান্ডসকম্ব। ৫৭ বলে ২ চারে ২১ রান করেন গ্রিন। বাকি পাঁচ ব্যাটারের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বল হাতে দাপট দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা। ৩২ ওভারে ৭৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তিনটি করে উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৫ রানে আউট হন শুভমন গিল। ব্যক্তিগত ১২ রানে ফেরেন আরেক ওপেনার রোহিত শর্মা। ভারতের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ চেতেশ্বর পূজারার। ১৪২ বলের ধৈর্য্যশীল ইনিংসে ৫ চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন তিনি। এছাড়া বিরাট কোহলি ১৩, শ্রেয়াস আইয়ার ২৬, রবিচন্দ্রন অশ্বিন ১৬ এবং অক্ষর প্যাটেল ১৫* রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। ভারতের দ্বিতীয় ইনিংসে একাই ৮ উইকেট নেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। ২৩.৩ ওভারে ৬৪ রান খরচ করেন তিনি। ভারতের বিপক্ষে অজি অফস্পিনারের নবম ‘ফাইফার’ এটি। এতে ভারতীয়দের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ‘ফাইফার’ নেয়ার কীর্তি গড়েন লায়ন। আগের রেকর্ডটি মুত্তিয়া মুরালিধরনের। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে ৮টি ফাইফার নেন শ্রীলঙ্কান কিংবদন্তি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct