রাজু আনসারী, সাগরদিঘি, আপনজন: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে জোর ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত সাহা ৫০.৯৫ শতাংশ ভোট পেয়েছিলে, এবারের উপনির্বাচনে তার অনুপস্থিতিতে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় পেলেন মাত্র ৩৪.৯৪ শতাংশ ভোট। এর ফলে রাজ্য বিধানসভায় কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস বামেদের হাত ধরে বিধানসভায় যাওয়ার সুযোগ করে নিলেন। সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে এই ধস তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে। তবে, এবারের উপনির্বাচনে সংখ্যালঘু ভোটের স্রোত পুরোপুুরি তৃণমূল মুখী না হয়ে কংগ্রেস মুখী হয়ে পড়েছে, ভোটপ্রাপ্তির হার দেখেই তা স্পষ্টে হচ্ছে। ফলে, সাগরদিঘি কেন্দ্রে মুসলিম ভোটে কংগ্রেস যে থাবা বসিয়েছে তার মাশুল গুনতে হল তৃণমূলকে। সেউল্লেখ্য, মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটারই বেশি। ২০১১ সালের জনগণনা অনুযায়ী সাগরদিঘী ব্লকে মুসলিম জনসংখ্যার হার ৬৪.৬৭ শতাংশ। আর হিন্দু জনসংখ্যার হার ৩১.৫৫ শতাংশ। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণে ভোট হয়নি। তাই সেই সময় এলাকায় ‘মাস্টারমশাই’ বলে পরিচিত সুব্রত সাহা ৫০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন। সেই জয়ের ব্যবধানকে ছাপিয়ে গিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস উপনির্বাচনে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন। সেই চমকের আভাস পাওয়া গিয়েছিল বৃহস্পতিবার সকাল থেকে, গণনার প্রায় শুরু থেকে। যখন সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের গণনা শুরু হয়, প্রথম রাউন্ড থেকেই বায়রন বিশ্বাস এগিয়ে যেতে থাকেন। দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপি কোনো প্রভাব ফেলতে না পারায় তৃতীয় স্থানেই থাকতে হয়। প্রথম রাউন্ডের পর থেকেই বোঝা যাচ্ছিল কংগ্রেস প্রার্থী বায়রন যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে রাজ্য বিধানসভায় বাম কংগ্রেস জোটের প্রার্থী বায়রন জায়গা করে নেবেন। ব্যবধান অনেকটাই বেড়ে যায় ষষ্ঠ রাউন্ড থেকে। ষষ্ঠ রাউন্ড গণনা শেষে ৭০৯০ ভোটে এগিয়ে থাকেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।
সপ্তম রাউন্ড শেষে ৮২১৫ ভোটে এগিয়ে যান কংগ্রেস প্রার্থী। আর অষ্টম রাউন্ড গণনা শেষে তা বেড়ে হয় ৯৩৬১। এভাবে ১৬ রাউন্ডের কোনওটিতেই একবারের জন্যও তৃণমূল প্রার্থী এগিয়ে যেতে পারেননি। আগেই জয়ের আভাস পেতেই কংগ্রেস সমর্থকরা আবির খেলায় মেতে ওঠেন। সাগরদিঘি কেন্দ্রে ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও এবারের উপনির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দুবারের ভোট প্রদানকারীদের সংখ্যা প্রায় একই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্রে ভোট ভোট পড়েছিল ১৮৬৮১৬টি। উপনির্বাচনে ভোট পড়েছে ১৮৫১৪২টি। বিধানসভা নির্বাচনে তৃণমূল সুব্রত সাহা পেয়েছিলেন ৯৫১৮৯টি ভোট। কিন্তু উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৬৪৬৮১টি ভোট। কংগ্রেস প্রার্থী বিধানসভা নির্বাচনে মাত্র ৩৬৩৪৪টি ভোট পেলেও উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস তা দ্বিগুণ বাড়িয়ে ৮৭৬৬৭িট ভোট পেয়েছেন। সবচেয়ে খারাপ পরিস্থিতি বিজেপির। বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ৪৪৯৮৩টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকলেও উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ সাহা মাত্র ২৫৮১৫টি ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন। এদিন জয়ী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস বললেন, লিখে রেখে দিন, তৃণমূল আমাকে কিনতে পারবে না। দরকারে তৃণমূলকে আমি কিনে নেব। তবে এই জয়ের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানানো ছাড়াও সিপিএম সর্বশক্তি নিয়ে তার ঝাঁপিয়ে পড়ায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct