রাজু আনসারী, সাগরদিঘি, আপনজন: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে শেষ হাসি হাসতে চলেছেন বাম কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস। অষ্টম রাউন্ড গণনা শেষে ৯৩৬১ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। দ্বাদশ রাউন্ড শেষে ২১ হাজার ভোট এগিয়ে। আজ সকালে যখন সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের গণনা শুরু হয়, প্রথম রাউন্ড থেকেই বায়রন বিশ্বাস এগিয়ে যেতে থাকেন। দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপি কোনো প্রভাব ফেলতে না পারায় তৃতীয় স্থানে।প্রথম রাউন্ডের পর থেকেই বোঝা যাচ্ছিল কংগ্রেস প্রার্থী বায়রন যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে রাজ্য বিধানসভায় বাম কংগ্রেস জোটের প্রার্থী বায়রন জায়গা করে নেবেন। ব্যবধান অনেকটাই বেড়ে যায় ষষ্ঠ রাউন্ড থেকে। ষষ্ঠ রাউন্ড গণনা শেষে ৭০৯০ ভোটে এগিয়ে থাকেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।
সপ্তম রাউন্ড শেষে ৮২১৫ ভোটে এগিয়ে যান কংগ্রেস প্রার্থী। আর অষ্টম রাউন্ড গণনা শেষে তা বেড়ে হ ৯৩৬১।এই খবর সমর্থকদের কাছে যেতেই কংগ্রেস সমর্থকরা আবির খেলায় মেতে ওঠেন। জয় প্রায় নিশ্চিত হতে চালায় কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস বলেন, তিনি পঞ্চাশ হাজারেরও বেশি ভোট জিতবেন। তৃণমূল কোনো মন্তব্য না করলেও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, ওদের হাতে পুলিশ, ওদের হাতে মস্তান, যারা আমাদের কাছে মানুষের দোয়া আশীর্বাদ। তবে, নবম রাউন্ডে ১০২০১ ভোটে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। দ্বাদশ রাউন্ড শেষে ২১ হাজার ভোট এগিয়ে। তাই শেষ হাসিটি তিনিই হাসবেন সেটা অনেকটাই নিশ্চিতের পথে। আর বায়রন জয়ী হলে বিজেপি ব্যতিরেকে রাজ্য বিধানসভায় বিরোধী বিধায়কের সংখ্যা বেড়ে দুই হবে। নওশাদ সিদ্দিকী আর বায়রন বিশ্বাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct