নিজস্ব প্রতিবেদক, মেটিয়াবুরুজ, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার মেটিয়াবুরুজের সাতঘরায় হাসি খুশি জিও ক্লাবের উদ্যোগে দুঃস্থ পরিবারের শিশুদের ধর্মীয় আবহে বিনামূল্যে খাতনা কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা হ্যাপি ড্রেসের কর্ণধার হাজী শাজাহান মোল্লার বিশেষ তত্ত্বাবধানে এই খাতনা করণ পর্ব অনুষ্ঠিত হয়। হাসি খুশি জিও ক্লাব বিগত সাত বছর ধরে বিনামূল্যে খাতনা প্রদান অনুষ্ঠান করে আসছে। দু বছর করোনার জন্য তা করতে না পারলেও এবছর ফের তা শুরু হয়েছে। সকাল থেকেই এই খাতনা অনুষ্ঠান শুরু হয়। প্রায় জনা পঞ্চাশ শিশুর খাতনা প্রদান করা হয়। এদিনের খাতনা প্রদান অনুষ্ঠানে পোশাক শিল্পপতি হাজী শাজাহান মোল্লা ছাড়াও ছিলেন হাসি খুশি জিও ক্লাবের সেক্রেটারি সেখ নাজিমুদ্দিন, সেখ মাহতাব আলি, ইসলামউদ্দিন মোল্লা, রাজা হাফিজুদ্দিন, কুতুবউদ্দিন, আনসার আলি। খতনা অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার কাউন্সিলর তারিক মোল্লাও। তবে, খাতনা প্রদান সম্পন্ন করেন হাজাম মুরাদ, ডা. সালাহউদ্দিন। যাদেরকে খাতনা দেওয়া হয় তাদেরকে একটি করে গেঞ্জি ও গামছাও দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct