রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: শাকসবজি থেকে মাছ, মাংস থেকে শুরু করে অন্য্যান্য খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া। এরই মধ্যে মঙ্গলবার মধ্যরাত থেকে বাড়ল রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা বেড়েছে এলপিজি সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম। কলকাতায় ১০৭৯ টাকা ছিল এলপিজি সিলিন্ডারের দাম। আজ থেকে তা বেড়ে হল ১১২৯ টাকা। দিল্লিতে নতুন দাম হল ১১০৩ টাকা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দামও বেড়েছে। ৩৫০.৫০ টাকা দাম বেড়ে কলকাতায় এখন বর্তমান দাম ২২২১.৫০ টাকা। বহরমপুর জেলা কংগ্রেস অফিসে বুধবার সাংবাদিক বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা শ্রী অধীর রঞ্জনকে গ্যাসের দাম বাড়ানো সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বলেন এর আগেও ভোটের পর দাম বাড়িয়েছে, এটা তো প্রথম নয়, এটাই বিজেপির ভোট ট্যাকটিস।
তিনি বলেন মানুষকে লুটে নিচ্ছে আমাদের তো বলার কিছু নাই। কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষ জুড়ে মানুষের জীবন জীবিকা লুট করছে। এই বিজেপি জমানায় ২২ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে। তেল গ্যাস, সার সমস্ত কিছুর দাম বেড়ে চলেছে ফলে মানুষের বাজারে খরিদ করার খরচ বেড়ে চলেছে। একদিকে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অন্যদিকে বাড়ছে দেশজুড়ে বেকারত্ব। এ প্রসঙ্গে অধীর বলেন, “মানুষের পকেটে পয়সা নাই খরচ করার ক্ষমতা নাই কিন্তু দিনের পর দিন জিনিসপত্রের দাম আগুন হয়ে যাচ্ছে। সারা ভারত বর্ষ জুড়ে চলছে আর্থিক মুদ্রাস্ফীতি। অধীর বলেন রুটি নাই রুজি নাই গত ৪৫ বছরে সবচেয়ে বেশি বেকার সমস্যা আজকের ভারতবর্ষে।”এছাড়াও বসন্ত উৎসব নিয়ে সরব হলেন চৌধুরী। বিশ্বভারতীতে বসন্ত উৎসব বন্ধ হওয়ার ব্যাপারে তিনি বলেন খুবই অন্যায় হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের স্বপ্নের এই বিশ্বভারতীতে তার খোলা মেলা বাতাবরণ তার সম্প্রীতি ভাতৃত্ব মৈত্রী আনন্দ উচ্ছাস উদ্দীপনা সব যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আজ আমাবস্যা বিশ্বভারতী কে গ্রাস করছে সংস্কৃতির আমাবস্যায় বিশ্বভারতী আজ আচ্ছন্ন। এই বাংলা সম্বন্ধে বলেন এটা প্রতারণার রাজ্য এই বাংলায় চুরি জোচ্চুরি ঠকবাজ প্রতারণার কোন অভাব নাই। কারণ তারা মনে করে এই বাংলা হচ্ছে যত দুর্নীতি জোচ্চুরি প্রতারণার আদর্শ জাগা, এখানে কোনরকম ভয়ের কারণ নাই। তিনি বলেন এই বাংলায় অপরাধ করা অন্যায় করা অনৈতিক কাজ করা দুর্নীতি করার জন্য এইটা হচ্ছে স্বর্গরাজ্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct