আপনজন ডেস্ক: সৌদি আরবের কোরআন ও আজান বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছেন ২৩ দেশের ৫০ প্রতিযোগী। দেশটির জেনারেল এন্টারটেইনম্যান্ট অথোরিটি (জিইএ)-এর ত্ত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি আতর আল-কালাম টিভি শোতে দেখা হবে। পবিত্র রমজান মাসে তা এমবিসি টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মের শাহিদ ডিজিটাল প্ল্যাটফর্মেও সম্প্রচারিত হবে। আরব নিউজ সূত্রে জানা যায়, দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় এবারই প্রথম কোরআন ও আজানকে অন্তর্ভূক্ত করা হয়। গত ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় অনলাইনে ১৬৫টি দেশের ৫০ হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। তিন ধাপে বাছাইয়ের পর নির্বাচিত প্রতিযোগীরা আসন্ন রমজানে রিয়াদে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেবেন।আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে রয়েছেন, মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ আহমদ নাহাস, বিশ্বখ্যাত কারি ও কুয়েতের গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ মিশারি বিন রাশিদ আল-আফাসি, মরক্কোর কিরাত শিক্ষা বোর্ডের সেক্রেটারি জেনারেল আবদুল রহিম নাবুলসি, লিবিয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক বাহলউল সাইদ আবু আরকুব ও মিশরের আল-আজহার মসজিদের প্রধান কারি শায়খ শেখ আহমেদ মনসুর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct