নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ফুরফুরা শরীফের (বেলপাড়া )পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন হোসাইন বুখারি।৬ মার্চ ফুরফুরা শরীফে ঐতিহাসিক ইসালে সওয়াব শুরু সেই উপলক্ষে তিনি মুখ্যমন্ত্রীকে ফুরফুরা শরীফে আসার জন্য নেমন্তন্ন করেন।ফুরফুরা শরীফে বিভিন্ন রকম উন্নয়ন নিয়ে বিতর্ক রয়েছে বলে পীরজাদা অভিযোগ করেন।বলেন আপনি উন্নয়ন পর্ষদে টাকা বরাদ্দ করলেও সেটা ঠিক ভাবে খরচ করা হয়নি। বরাদ্দ কৃত অর্থ নিয়ে যে ব্যপক অনিয়ম যে ধরা পড়েছে সেকথাও পীরজাদা নাজিম সাহেব বলেন। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়ে বলেন বিষয়টি দেখছি। মহান ঐতিহাসিক ইসালে সওয়াব উপলক্ষে সমস্ত পীরসাহেবদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দরবারের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় আলোচনা চলে। সরকারের তরফে এই ঐতিহাসিক মাহফিল নিয়ে সরকার পক্ষ প্রতি বছরের মত এবারেও বিভিন্ন সহায়তা থাকছে বলে মুখ্যমন্ত্রী জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct