আপনজন ডেস্ক: আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে মত বদল করল কংগ্রেস। রায়পুরে সদ্য সমাপ্ত দলের অধিবেশনে সিদ্ধান্তের ভিত্তিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার বিরোধী জোটের ক্ষেত্রে দলের অবস্থানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। এদিন খাড়গে তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করছি না। আমরা বলছি না কে নেতৃত্ব দেবেন। চেন্নাইয়ে কংগ্রেসের বন্ধু বলে পরিচিত এমকে স্ট্যালিনের জন্মদিনের অনুষ্ঠানে দেওয়া ভাষণে খাড়গে বলেন, আমরা একসঙ্গে লড়াই করতে চাই। তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এই লড়াইয়ে সব সমমনা বিরোধী দলকে অবশ্যই একত্রিত হতে হবে। ২০২৪ সালের নির্বাচনের আগে আমাদের জোটকে আরও শক্তিশালী করা উচিত। এর আগে, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের মতো, কংগ্রেস স্পষ্ট করে দিয়েছিল যে তারা জোটের নেতৃত্ব দিচ্ছে।
কিন্তু ২০২৪ সালের নির্বাচন নিয়ে যখন নীতীশ কুমারের মতো জোটের অন্যান্য অংশীদাররা নেতৃত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তখন কংগ্রেসের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ। সদ্য সমাপ্ত কংগ্রেস অধিবেশনে কংগ্রেস ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শক্তির ঐক্যের আহ্বান জানালেও নেতৃত্ব নেওয়ার বিষয়ে নীরব ছিল। আসন সমন্বয়ের ক্ষেত্রে যাতে কোনও বাধা না থাকে তা নিশ্চিত করার জন্য এটি করা হয়। এর ফলে ফের বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চর্চার বিষয় হযে দাঁড়াতে হবে। তবে, কংগ্রেস নীতিশ না মমতা কার পক্ষে সায় দেয় সেটাই দেখার। কংগ্রেস নেতৃত্ব সম্পর্কে তাদের বিদ্বেষ স্পষ্ট করে দেওয়ার পরে বিজেপির বিরুদ্ধে যুক্তফ্রন্টের ধারণাটি ধাক্কা খেয়েছিল। প্রকৃতপক্ষে, রাও রাহুল গান্ধীকে “বাফুন” বলে অভিহিত করেছিলেন, যা বিজেপি শিবিরকে অনেক আনন্দ দিয়েছিল, যারা ভেবেছিল যে তারা একটি মিত্র পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct