আপনজন ডেস্ক: আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। ২৭ ফেব্রুয়ারি এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রায় ৮০ শতাংশ ভোট পড়ে। সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনে ২৪৬টি বুথ সংখ্যা ছিল। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ জন। মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ২৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৫ জন। রাজ্যের মন্ত্রী সুব্রত রায়ের মৃত্যুর পর তার শূন্য স্থান পূরণে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হলেও মূল লড়াইটা তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের মধ্যে। তাই বৃহস্পতিবার ভোটের ফলাফলের উপর তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ। কে শেষ হাসি হাসেন সেটাই দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct