আপনজন ডেস্ক: করোনার আক্রমণ থেকে কলকাতাবাসী সাময়িক মুক্ত হলেও শহরে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে অ্যাডিনো ভাইরাস। এই অ্যাডিনো ভাইরাস সংক্রমণের সঙ্গে যুক্ত হয়েছে নিউমোনিয়া। ফলে অ্যাডিনোভাইরাস এবং নিউমোনিয়ার জোড়া আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতাজুড়ে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের আক্রমণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে কলকাতার বি সি রায় শিশু হাসপাতাল এবং কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে তিন শিশু বি সি রায় শিশু হাসপাতালে আর দুই শিশু কলকাতা মেডিকেল কলেজে মারা গেছে। বুধবার বি সি রায় শিশু হাসপাতালে মৃত শিশুটির বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে জ্বর,সর্দি, কাশি থাকায়এক বছর তিন মাসের শিশুকে প্রথমে ভর্তি ক্যানিং হাসপাতালে ভর্তি করা হলেও ১৮ ফেব্রুয়ারি তাকে কলকাতার ফুল বাগানে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, তারপর থেকে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ মৃত্যু হয় তার। তকাল রাত থেকে এদিন দুপুর পর্যন্ত বিসি রায় শিশু হাসপাতালেই মৃত্যু হয়েছে তিনজন শিশুর। তাতেই উদ্বেগ বাড়ছে। উল্লেখ্য, অ্যাডিনো ভাইরাস সংক্রমণের লক্ষণ হল শিশুর জ্বর, সর্দি–কাশি, বমি ইত্যাদি। বুধবার সকালে স্বাস্থ্যসচিব বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে এই রোগ মোকাবিলার জন্য নির্দেশ দিয়েছেন। জারি করা হয়েছে ১০ দফা পরামর্শ। স্বাস্থ্যসচিব শিশুদের চিকিৎসার জন্য বি সি রায় শিশু হাসপাতালে ৭২ এবং বেলেঘাটার আইডি হাসপাতালে ৫০টি শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কলকাতার সব বড় হাসপাতালে শিশুদের চিকিৎসার পর্যাপ্ত কাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct