সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে সোমবার স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল। ভাঙড় নবোদয় সমিতি এদিনের স্বাস্থ্য শিবির আয়োজন করে। স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় কাঁঠালিয়া তে ভাঙড় নবোদয় সমিতির কক্ষে। স্বাস্থ্য পরিষেবা প্রদানে ভাঙড় নবোদয় সমিতিকে সহযোগিতা করে ক্যানিংয়ের রাহুল সেবা সোসাইটি। এছাড়া শিবির আয়োজনে সহযোগিতা করে ভাঙড়ের বনবিথি রিসর্ট ও বাইট কম্পিউটার সেন্টার।এদিন স্বাস্থ্য পরীক্ষার মধ্যে ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা, সুগার পরীক্ষা, ইসিজি পরীক্ষা প্রভৃতি। এছাড়াও এদিন বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করা হয়। শতাধিক মানুষ এদিন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন বলে উদ্যোক্তা শাহানুর ইসলাম জানান। উপস্থিত ছিলেন রাহুল সেবা সোসাইটির কর্ণধার আমান মোল্লা, পৃথিবী রাজা, আরবিনা পারভীন, সুপর্ণা মন্ডল প্রমুখ। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া ব্যাক্তিরা শিবিরের উদ্যোক্তা তথা ভাঙড় নবোদয় সমিতির কর্ণধার শাহানুর ইসলাম ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।