আপনজন ডেস্ক: হাতের লেখা সুন্দর হওয়াটাই এখন আপনার চিন্তার বিষয়। এমন চিন্তা দূর করতে প্রয়োগ করতে পারেন কিছু উপকারী কৌশল।
- সোনামনির খাতায় প্রথমত এক লাইন সুন্দর করে অক্ষর লিখে দিতে হবে। ওটা দেখে লাইন ধরে লেখার অভ্যাস করবে।
- প্রত্যেকটি অক্ষরের স্টাইল কেমন হবে তা আপনি ঠিক করে দিন। শিশু সেটা দেখে রপ্ত করবে। বড়রাও পছন্দের কোনো লেখা দেখে প্রতিটি অক্ষরের স্টাইল ঠিক করে নিতে পারেন। এতে লেখা সুন্দর হবে।
- একতারা থেকে আরেক তারার মাঝে এক ইঞ্চি ফাঁকা রাখার অভ্যাস করাতে হবে। এতে লেখা ভালো দেখায়।
- বায়ে এবং ওপরে সোয়া ১ ইঞ্চি ফাঁকা রাখলে হাতের লেখা সুন্দর দেখায়।
- বাচ্চাদের খাতার পুরো লাইন ভরে লাগানো উচিত।
- প্রতিটি বর্ণ যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
- বাচ্চাদের লেখার সময় কলম বা পেন্সিল ধরাটা ঠিকভাবে শেখাতে হবে। পেন্সিলের শীষ থেকে এক ইঞ্চি দূরত্বে ধরলে লেখা ভালো হবে।
- সঠিক উচ্চতার চেয়ার টেবিলে বসে লিখলে লেখা সুন্দর হয়।
- প্রাথমিক পর্যায়ে বর্ণগুলো সোজা করে লিখতে হবে।
- তিনকোনা বর্ণগুলো সবচেয়ে সোজা। আগে সে অক্ষর গুলো থেকে লেখা অনুশীলন শুরু করতে পারে। যেমন- ব,ক।
- খাতায় বর্ণের আকারে ফোটা দিয়ে দিন। শিশুকে তার ওপর হাত ঘুরিয়ে বর্ণ লেখা অনুসরণ করান। তাহলে তার জন্য বেশি সহজ হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct