বাইজিদ মণ্ডল, উস্থি, আপনজন: বিরোধী দলের নেতাদের কোথায় সিল মহর দিলেন শাসক দলের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,তৃণমূল পঞ্চায়েত প্রধানরা দুর্নীতি করছে এবং করে খাচ্ছে এমনটা অভিযোগ শোনা যায় বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে।কিন্তু দলেরই কর্মসূচিতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি তে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত এর এলাকার মধ্যে মঞ্চে দাড়িয়ে,তারই দলের প্রধান কে পঞ্চায়েত থেকে দুর্নীতি করে খাচ্ছে এবং সেই সাথে তাকে হুশিয়ারি দিলেন। বিধায়ক বলেন সামনে পঞ্চায়েত তাই আর কটা দিন প্রধান করে খেয়ে নিক। এই নিয়ে রাজনৈতিক মহলে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে মগরাহাট পশ্চিম বিধান সভা জুড়ে। কার্যত দলেরই প্রধানের বিরুদ্ধে এমনটা অভিযোগ। সেই নিয়ে যুব সভাপতি ইমরান হাসান মোল্লা তিনি পঞ্চায়েত প্রধান এর উপর বিধায়ক এর এই অভিযোগ অস্বীকার করে। এবং তিনি আরো বলেন বিরোধীরা কুৎসা করবে, আমরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সর্বত দলীয় কর্মীদের নিয়ে সাধারণ মানুষের সঙ্গে থাকবো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct