আপনজন ডেস্ক: অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ইতালির দক্ষিণ উপকূলে ডুবে যায় গত রবিবার। ওই নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ৬৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। তবে এখন আশঙ্কা করা হচ্ছে, মৃত্যু বেড়ে ১০০ জনে যেতে পারে। নিহতদের মধ্যে ১২টি শিশুও রয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ২১ জন নারী ও ১৫ জন শিশু। যাত্রাকালে অভিবাসী জাহাজটিতে অন্তত ১৮০ জন যাত্রী ছিল। তাদের অধিকাংশ আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, সিরিয়া, ইরাক এবং ইরানের নাগরিক। জাহাজটি গত সপ্তাহে তুরস্ক থেকে দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়ায় যায়। যাত্রাপথে খারাপ আবহাওয়া ও ওভারলোড হওয়ার কারণে জাহাজটি ডুবে যায়। ক্যালাব্রিয়া অঞ্চলের নিকটবর্তী সমুদ্র উপকূলীয় সৈকত থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছিল। একটি উপকূলরক্ষী জানিয়েছেন, ৮০ জনকে জীবিত পাওয়া গেছে। তবে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct