আপনজন ডেস্ক: সৌদি আরবের জেদ্দার হজ টার্মিনালে ইসলামিক আর্টস বিয়েনালে প্রদর্শিত হচ্ছে মুসলিম ইতিহাসের নানা নিদর্শন। এই বিয়েনালে অংশ নিয়েছে উজবেকিস্তানও। তাদের গ্যালারিতে প্রদর্শন করা হচ্ছে প্রাচীন আমলের কুরআনের দুটি পৃষ্ঠা। এবারই দর্শনার্থীরা প্রথমবারের মতো এই মূল্যবান জিনিসটি প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন। জেদ্দার ইসলামী আর্টস বিয়েনালে এবার এক ডজনের মতো প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এরমধ্যে অন্যতম মধ্যপ্রাচ্যের দেশ উজবেকিস্তান। উজবেক দলটি ইসলামী যুগের ১৭টি নৃতাত্ত্বিক এবং টেক্সটাইল প্রদর্শন করছে। সংগ্রহগুলো উজবেকিস্তানের স্টেট মিউজিয়াম অব আর্টস, উজবেকিস্তানের স্টেট মিউজিয়াম অব হিস্ট্রি, দ্য সমরকন্দ মিউজিয়াম-রিজার্ভ থেকে আনা হয়েছে। এখানে প্রদর্শিত হচ্ছে ইমাম আল বুখারির ‘আল-জামিউস সহিহ’, ১০-১২ শতকের সমরকন্দ ও আফ্রাসিয়াব থেকে সিরামিক জগ, মগ এবং জমকালো পুরুষদের পোশাক, বুটসহ বেশ কিছু অনন্য নিদর্শন, যেগুলো উজবেকিস্তানের চারু ও কারুশিল্পে ইসলামী যুগের প্রতিনিধিত্ব করছে। তবে তাদের সবচেয়ে দামি নিদর্শন প্রাচীনতম উজবেক কুরআনের দুটি পাঠযোগ্য পৃষ্ঠা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct