নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: রাজ্যপাল রাজ্যপালের মতো আছেন। আমি কোনও ব্যতিক্রমী আচরণ, পরিবর্তন দেখছি না। রাজ্যপাল সংবিধান মেনে কাজ করবেন।এটই স্বাভাবিক। বিরোধের কোনও জায়গা নেই। আমাদের বিধানসভা পরিচালনার ক্ষেত্রে তেমন কিছুই দেখিনি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন। তিনি বলেন, আমার সঙ্গে রাজ্যপালের কোনও বিরোধ নেই। বিধানসভার কাজ বাদ দিয়ে তো আলোচনার জায়গা নেই। তাই কোনও বিরোধ নেই। রাজ্যপাল স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠাতেই পারেন, মন্তব্য বিধানসভার অধ্যক্ষের। বিল প্রসঙ্গে স্পিকার বলেন,অনেক বিল পাঠিয়েছি। রাজ্যপালের উচিত বিলগুলো ছেড়ে দেওয়া। ভারতবর্ষের সব বিধানসভায় বিতর্ক আছে। আমার মনে হয়, রাজ্যপালের কাছে যে বিল যাচ্ছে, সেটার সময়সীমা নির্ধারণ করে দেওয়া উচিত। অনাস্থা প্রসঙ্গে স্পিকার বলেন,অনাস্থা নিয়ে আলোচনা হবে। সব স্পিকারের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে। তবে অনাস্থা কোনও পরিণত মস্তিষ্কের কাজ নয়। এটার ইতি হওয়া দরকার। আমি বিরোধী দলের নেতৃত্বকে ডাকি। সেই সুযোগ রয়েছে। সেটার সদ্ব্যবহার না-করে অনাস্থা পরিণত চিন্তা নয়। লোকসভাতে অনেক কিছু ঘটছে। আমাদের সংবিধানে বিরোধী দলের নেতাদের একটা ভূমিকা আছে। মিটিংয়ে তাঁরা আসেন না। গাছ তলায় বসে মিটিং হবে নাকি? প্রশ্ন বিধানসভার স্পিকারের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct