জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: সোমবার বাঘমুন্ডির শালডাবরা জুনিয়র হাইস্কুলে দুই শিক্ষকদের মধ্যে কেউই ছিলেন না বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার দুপুরে পুরুলিয়া জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শক সহ শিক্ষা দফতরের কয়েকজন আধিকারিক অভিযোগের তদন্তে ওই স্কুলে আসেন। এদিন পরিদর্শকদের কাছে পেয়ে ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ছাত্র ছাত্রীদের অভিভাবকরা। এদিন এবিষয়ে জেলা পরিদর্শক কথা বলেন ভারপ্রাপ্ত শিক্ষক গোপাল মহাপাত্র এবং গ্রামবাসীরা ছাড়াও অভিভাবকদের মধ্যে। পাশাপাশি ঘুরে দেখেন ভাঙাচোরা শৌচালয়। ছাত্র ছাত্রীদের অভিভাবকরা ওই শিক্ষকের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন। গাগী গ্রামের অম্বুজ প্রসাদ কুইরির অভিযোগ,নিয়মিত স্কুল না আসা শুধু নয় ,স্কুলের শৌচালয়গুলির এমন অবস্থা যে পড়ুয়াদের মাঠে যেতে হয়। কারণ জলের কোন ব্যবস্থা নেই। অন্যদিকে,শালডাবরা গ্রামের সুধীর চন্দ্র গোপ জানান,আমরা সবকিছু ডিআইকে জানিয়েছি এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ হবে বলে তিনি আশা করছেন। জেলা স্কুল পরিদর্শক গৌতম মাল জানান, অভিযোগ খতিয়ে দেখতে এসেছি। গ্রাম বাসীরা একটা লিখিত অভিযোগ ও দিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct