নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: নেপালে চোখের চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ বয়স ৫৮ র এক বৃদ্ধ।নাম আব্দুল মালেক।বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামে। দীর্ঘ ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন ওই বৃদ্ধ বলে খবর।নিখোঁজ বাবার সন্ধানে ভারত থেকে নেপালে ছুটে বেড়াচ্ছেন দুই ছেলে। পরিবার সূত্রে জানা যায়,গত ১৪ ফেব্রুয়ারি নিখোঁজ আব্দুল মালেক এক আত্মীয়ের সঙ্গে নেপালের বিরাট নগরে চক্ষু হাসপাতালে চোখের চিকিৎসা করাতে যায়। আব্দুল মালেকের সঙ্গে তার বড় বৌমাও যায়। এদিন আব্দুল মালেক হাসপাতালে চোখ চেক আপ করালে ডাক্তারবাবুরা অপারেশন করার পরামর্শ দেন। ১৫ ফেব্রুয়ারি চোখ অপারেশন হওয়ার কথা ছিল। হাসপাতালের ভিতরে বসিয়ে তার আত্মীয় আলফাজ আলম ওরফে রকি বিছানা করছিলেন।অপরদিকে তার বৌমা সেই সময় ওয়াশরুমে যায়।এসে দেখে আব্দুল মালেক ওই জায়গাতে নেই। খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই নিয়ে চিন্তায় পড়েছেন পরিবারের লোকেরা। ছেলে মহম্মদ রাজু ইসলাম জানান, দীর্ঘ ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন তার বাবা। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে তার বাবা হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি মুখি রাস্তা নিয়েছেন। তবে বাড়ি এসে পৌঁছায়নি। কোথায় আছে,কি অবস্থায় আছে কিছুই জানেন না তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct