আপনজন ডেস্ক: গত ৬ ফেব্রুয়ারি শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেপে উঠেছিল গোটা তুরস্ক। এতে প্রাণ হারায় হাজার হাজার মানুষ। ক্ষয়ক্ষতি হয় ব্যাপক পরিমাণে। দুর্ঘটনা স্থল থেকে অনেককে জীবিতও উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অনেক শিশুও ছিল। শিশুগুলো তাদের চোখের সামনে যেই ভয়াবহতা দেখেছে তা তাদের তাড়া করবে সারা জীবন। এসব শিশুর অনেকেই বাবা-মা হারিয়ে বিষন্ন হয়ে পড়েছে। তাই সেই সব আতঙ্কিত শিশুদের জন্য তুরস্কের ফুটবল মাঠে দেখা গেল এক অভাবনীয় উদ্যোগ। গত রবিবার তুর্কি সুপার লিগ ফুটবলে বেসিকতাস এবং ফ্রাপোর্ট টিএভি আন্তালিয়াস্পোরের মধ্যে খেলা ছিল। এসময় ইস্তাম্বুলের ফুটবল ক্লাব বেসিকতাসের হাজারও সমর্থক মাঠে নিয়ে এসেছিলেন বিভিন্ন আকার ও রংয়ের টেডিবিয়ার এবং বিভিন্ন ধরনের খেলনা। পরে ম্যাচ শুরু হওয়ার ৪ মিনিট ১৭ সেকেন্ডের মাথায় দর্শকরা তাদের উপহারগুলো ছুড়ে মারতে শুরু করেন মাঠে। মুহূর্তেই মাঠের চার কোনা ভরে উঠে বাচ্চাদের খেলনায়। ফুটবল খেলোয়াড়রা তা কুড়িয়ে জড়ো করেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের কাছে পাঠানোর জন্য। পরে বেসিকতাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আমাদের সমর্থকরা ভোডাফোন পার্কে স্কার্ফ, বেরেট এবং প্লাশ খেলনা ছুড়ে দিয়েছে ভূমিকম্প অঞ্চলের শিশুদের জন্য উৎসাহিত করার জন্য উপহার হিসেবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct