আপনজন ডেস্ক: আবগারি নীতি কেলেঙ্কারিতে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সিবিআইয়ের হাতে গ্রেফতারের প্রসঙ্গ টেনে কংগ্রেস সোমবার বলেছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এবং আয়কর বিভাগকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ‘হয়রানির হাতিয়ার’ করেছে।এ নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, কংগ্রেস সবসময়ই বিশ্বাস করে ইডি, সিবিআই এবং আয়কর বিভাগের মতো প্রতিষ্ঠানগুলি ‘মোদি সরকারের’ অধীনে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির হাতিয়ার হয়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান সব পেশাদারিত্ব হারিয়ে ফেলেছে। আপ মন্ত্রীর গ্রেফতারির কথা উল্লেখ না করে জয়রাম রমেশ বলেন, বিরোধী নেতাদের তাদের সুনাম নষ্ট করার জন্য বেছে বেছে টার্গেট করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct