এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে রাজ্যের প্রতিটি প্রান্তে দূত পাঠাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট কর্মসূচি ‘দিদির দূতে’র মাধ্যমে গৃহীত সমস্যাগুলো সরকারি ভাবে অতি দ্রুত সমাধান করা হচ্ছে বলে সূত্রে খবর। দিদির সুরক্ষা কবজ কর্মসূচি বাস্তবায়নে দিদির দূত হিসাবে সোমবার বনগাঁ ব্লকের অন্তর্গত গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমা করেন বিধায়ক নারায়ণ গোস্বামী, পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের ক্ষোভ বিক্ষোভের কথা শোনেন বিধায়ক। এ দিন তিনি অম্বিকাপুর মামুদপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসা পরিদর্শনে যান। দিদির দূতকে কাছে পেয়ে এলাকাবাসী এবং মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি জানান মাদ্রাসাটি সরকারি অনুমোদনের জন্য। মাদ্রাসা সুপার নিজামউদ্দিন মল্লিক সংশ্লিষ্ট স্মারকলিপি নারায়ণ গোস্বামীর হাতে তুলে দিয়ে বলেন, ‘আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত ১৯৬৩ সালে, আমাদের যথেষ্ট পরিকাঠামো রয়েছে, বহু বছর ধরে সরকারি অনুমোদনের চেষ্টা করছি সুরাহা হয়নি।’ দাবি দাওয়া শুনে মাদ্রাসাতে বসেই বিধায়ক উদ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলেন, এবং সম্পূর্ণ রিপোর্ট দিতে বলেন। পাশাপাশি বিষয়টি মুখ্যমন্ত্রীর দপ্তরে জানাবেন বলে জানান নারায়ণ গোস্বামী। তাঁর কথায়, ‘মাদ্রাসাটি যাতে সরকারি অনুমোদন পায় সেজন্য আমি আপ্রাণ চেষ্টা করবো।’দিদির দূত কর্মসূচির শুরুতেই বিধায়ক পুজো পাঠ সেরে গঙ্গানন্দপুর সুস্বাস্থ্য কেন্দ্র গিয়ে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখন। এলাকায় সমস্ত মানুষ যাতে টেলি মেডিসিন পরিষেবা পান সেজন্য সকলকে অবগতির জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রচারের নির্দেশ দেন। বিধায়ক পাশাপাশি জনসংযোগ বাড়াতে এ দিন তিনি সামিল হন এক ধর্মীয় অনুষ্ঠানে। মধ্যাহ্নভোজন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিদির দূত বিধায়ক নারায়ণ গোস্বামী কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে সরব হন। দিল্লির উপ মুখ্যমন্ত্রীর গ্রেফতারী প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এভাবে গনতন্ত্রের গলাকে টিপে ধরা যায় না।’ গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জাফর আলী মন্ডল বলেন, ‘এলাকার কিছু রাস্তা সংস্কার এবং কিছু নতুন রাস্তার জন্য বিধায়ককে জানানো হয়েছে।’ এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শ্যামল রায়, আঞ্চলিক তৃণমূল সভাপতি সরোজিৎ ব্যাপারি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct