দেবাশীষ পাল, মালদা, আপনজন: আদালতের নির্দেশ উপেক্ষা করেই আদালতের নিষেধাজ্ঞা জারি করা জায়গায় গায়ের জোরে অসহায় এক কৃষকের জমি জবর দখল করার অভিযোগ উঠেছে এলাকার মাফিয়াদের বিরুদ্ধে। এমন কি এই ঘটনায় ইংরেজবাজার থানার কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার যুক্ত রয়েছে বলে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে পুলিশে বারবার নালিশ জানালেও কোন লাভ হয়নি। বর্তমানে আদালতে মামলা চললেও মাফিয়ারা সেই জমি পাঁচিল দিয়ে ঘিরে নিচ্ছে বলে অভিযোগ। নিজের জমি ফিরে পেতে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে অসহায় ওই কৃষকের পরিবার। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যদুপুর এলাকায়। যদিও এদিন নিজের জমি দখলমুক্ত করার জন্য মালিক এনামুল হক ইংরেজবাজার থানায় পুলিশের কাছে আবারো সাহায্য চাইতে যান। কিন্তু ওই কৃষককে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। পরে থানা থেকে পুলিশ সেখানে গেলেও পুলিশের কথা তোয়াক্কা না করে পরে আবার জমি ঘেরাওয়ের কাজ শুরু করে। চোখের সামনে নিজের কোটি টাকা মূল্যের জমি মাফিয়ারা পাঁচিল দিয়ে ঘিরে নিচ্ছে, তা দেখে থামতে পারেননি এনামুল হক। প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলেন সিভিক পুলিশ গোলাম মোর্তাজা। তিনি জানান তারা জায়গা কিনে নিয়েছেন সেই পরিপ্রেক্ষিতেই ঘেরাও করা হচ্ছে। যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে সম্পন্ন মিথ্যা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct