নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ৩ জওয়ানের সাজা ঘোষণা হলো হাওড়া জেলা পকসো আদালতে। জানা গেছে, গত ২০১৫ সালের ২৭ ডিসেম্বর তারিখে চলন্ত ট্রেনের কামরায় ওই নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ৩ জওয়ানের সোমবার সাজা ঘোষণা হয় হাওড়া আদালতে। সোমবার হাওড়া জেলা পকসো কোর্টের বিশেষ বিচারক ধৃত পঙ্কজ কুমার এবং বালকরাম যাদবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন। আরেক জওয়ান মঞ্জরিশ ত্রিপাঠির ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছরের কারাদন্ডের সাজা ঘোষণা করা হয়। জানা গিয়েছে, পঙ্কজ কুমার এবং বালকরাম যাদব বিএসএফের কর্মী এবং মঞ্জরিশ ত্রিপাঠী সেনা কর্মী ছিলেন বলে জানা গেছে। এদিকে, এই ঘটনা প্রসঙ্গে হাওড়া পাবলিক প্রসেকিউটার সোমনাথ ব্যানার্জি বলেন, ওই নাবালিকা সে লুধিয়ানা যাওয়ার জন্য হাওড়া-অমৃতসর এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কেটেছিল। জেনারেল কম্পার্টমেন্টে ভিড় থাকায় সেই কারণে সে মিলিটারি কামরা ফাঁকা দেখে সেই কামরায় উঠে পড়ে। ওইদিন দুপুর ১টা ৫৫ মিনিট থেকে পৌনে ৩টে নাগাদ ট্রেনের কামরায় ওই নাবালিকাকে একা পেয়ে তাকে জোর করে মদ খাইয়ে দোষী ৩ জওয়ান দফায় দফায় ধর্ষণ করে বলে অভিযোগ। মধুপুর থেকে সেখানকার জিআরপি সেই নির্যাতিতা নাবালিকাকে উদ্ধার করে। এক অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়। কয়েকদিনের মধ্যেই গৌহাটি রেজিমেন্ট সেনা ক্যাম্প থেকে অভিযুক্ত বাকি ২ জনকে গ্রেফতার করা হয়। সোমবার রায় ঘোষণা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct