আপনজন ডেস্ক: রাশিয়া-ইউক্রেন চলতি যুদ্ধে ইউক্রেনকে ৪শ মিলিয়ন বা ৪০ কোটি ডলার সহায়তার চুক্তি সাক্ষর করেছে সৌদি আরব।রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল কিয়েভ সফর করে। এ সময় কিয়েভ সহায়তার ঘোষণা দেওয়া হয়। সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, শান্তিপূর্ণ সমাধান চাই। যুদ্ধের সমাপ্তি আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত। জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী, যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। এর আগে ২০২২ সালের অক্টোবরে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে একটি ফেনালাপে ইউক্রেনকে মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এরই পরিপ্রেক্ষিতে এ সহয়তা দেয়া হয়।এছাড়াও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতায় গত বছর সেপ্টেম্বরে ১০ বিদেশি বন্দিকে মুক্তি দেয় রাশিয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct