আপনজন ডেস্ক: সৌদি আরবের ভ্রমণ, পর্যটন ও শ্রম—এই তিনটি ভিসার যেকোনো একটি থাকলেই উমরাহ করতে পারবেন বিশ্বের মুসলমানরা। আলাদাভাবে উমরাহ ভিসার প্রয়োজন হবে না। এমনকি যতবার ইচ্ছা ততবার উমরাহ করা যাবে। রোববার সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। সেই সঙ্গে সৌদি আরব ছাড়ার সময় যাতায়াতের পথও পরিবর্তন করা যাবে বলে জানা গেছে। এই সুযোগ নিতে উমরাহর অনুমতিপত্রে মক্কার মসজিদুল হারামে অবস্থানের সময় নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব উমরাহ পালনের জন্য ইচ্ছুক মুসলমানদের জন্য সুযোগ সুবিধা বাড়িয়েছে। ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে উমরাহ করার পাশাপাশি মদিনায় হজরত মুহম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন। উমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করেছে সৌদি আরব। ভিসাধারীরা জল, স্থল ও আকাশপথের পাশাপাশি যেকোনো বিমানবন্দর হয়ে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে। এছাড়া উমরাহর প্রক্রিয়াও সহজ করছে সৌদি সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct