আপনজন ডেস্ক: আবার ডাগআউটে ফিরছেন ইয়ুর্গেন ক্লিন্সমান। দক্ষিণ কোরিয়া ফুটবল দলের দায়িত্ব পেয়েছেন এ জার্মান কোচ। তিন বছর পর কোনো দলের দায়িত্ব সামলাতে দেখা যাবে তাকে। কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের বিপক্ষে হেরে দক্ষিণ কোরিয়া বিদায় নেওয়ার পর দলটির কোচের পদ থেকে সরে দাঁড়ান পর্তুগিজ কোচ পাওলো বেন্তো। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে কাজ করবেন ক্লিন্সম্যান। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা।সবশেষ ২০১৯-২০ মৌসুমে জার্মানির ক্লাব হার্টা বার্লিনের কোচ ছিলেন ক্লিন্সমান। লম্বা বিরতির পর আবারও কোচিংয়ে ফিরতে পেরে খুশি জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। তিনি বলেন, ‘আমি জানি কোরিয়ান জাতীয় দল দীর্ঘ সময় ধরে উন্নতি করছে এবং কাক্সিক্ষত ফল পাচ্ছে। গুস হিডিঙ্ক থেকে শুরু করে আমার পূর্বসূরি পাওলো বেন্তো, কোরিয়ান জাতীয় দলে এখন পর্যন্ত যেসব গ্রেট কোচ কাজ করেছেন, তাদের পথ অনুসরণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আসছে এশিয়ান কাপ ও ২০২৬ বিশ্বকাপে দলকে সফল করতে আমি আমার সর্বোচ্চ দেওয়ার জন্য মুখিয়ে আছি।’ ১৯৯৮ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০০৪-০৬ পর্যন্ত জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেন ক্লিন্সমান। তার অধীনেই ২০০৬ বিশ্বকাপে ঘরের মাঠে তৃতীয় হয় জার্মানি।২০০৮-০৯ মৌসুম বায়ার্ন মিউনিখে কাজ করার পর ২০১১-১৬ মেয়াদে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ ছিলেন ক্লিন্সমান। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রকে কনকাকাফ গোল্ড কাপ জেতান তিনি। সেই বছর নির্বাচিত হন কনকাকাফের বর্ষসেরা কোচ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct