আপনজন ডেস্ক: ইরানের পবিত্র নগরী কোমে শত শত স্কুল ছাত্রীকে বিষ প্রয়োগ করা হয়েছে। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে মেয়েদের শিক্ষা বন্ধ করার জন্য এটি করেছে। দেশটির একজন উপমন্ত্রী এই তথ্য জানান। খবর এএফপির। কোম শহরটি ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত। গত বছরের নভেম্বরের শেষ থেকে এ শহরে স্কুল পড়ুয়া ছাত্রীদের বিষক্রিয়ার তথ্য সামনে আসতে শুরু করে। আক্রান্ত কয়েকজন স্কুলছাত্রীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। রোববার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি নিশ্চিত করেছেন, বিষক্রিয়াটি ইচ্ছাকৃত ছিল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ পানাহিকে উদ্ধৃত করে জানিয়েছে, কোমের স্কুলের বেশ কয়েকজন ছাত্রীকে বিষ প্রয়োগ করার পর, কিছু লোক সমস্ত স্কুল বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ করার আহ্বান জানায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct