ভৌত বিজ্ঞান
সময়— ৩ ঘণ্টা ১৫ মিনিট
(প্রথম ১৫ মিনিট শুধু মাত্র প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য)
(নিয়মিত পরীক্ষার্থীদের জন্য, পূর্ণমান— ৯০)
বিভাগ- ক’
1. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন । প্রতিটি প্রশ্নের নীচে উত্তর হিসাবে চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: 1x15=15
1.1 প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়—
(a) CO2 (b) O2
(c) CH4 (d) CFC
1.2 চার্লস সূত্রের V-t লেখচিত্র, তাপমাত্রা অক্ষকে কোন্ তাপমাত্রায়
(০C এককে) ছেদ করে ? _
(a) 0 (b) 273
(c) -273 (d) -136.5
1.3 স্থির উচ্চতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণিত হলে এর আয়তন হবে—
(a) দ্বিগুণ (b) অর্ধেক
(c) চারগুণ (d) কোনোটিই নয়
1.4 একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে r ও v প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নীচের কোনটি সঠিক?
(a) r=v (b) r=1/v
(c) r>v (d) r<v
1.5 A, B, C, D চারটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5, 1,4, 2.5, 1.3 এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক—
(a) A (b) B
(c) C (d) D
1.6 আমাদের চোখের রেটিনাতে কোনো বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তা হল—
(a) অবশীর্ষ, খর্বাকার (b) সমশীর্ষ, খর্বাকার (c) সমশীর্ষ, বিবর্ধিতি (d) অবশীর্ষ, বিবর্ধিত 1.7 প্রদত্ত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি?
(a) কুলম্ব-সেকেন্ড (b) ভোল্ট-ওহম-1
(c) ভোল্ট-ওহম (d) ভোল্ট-1-ওহম
1.8 ফিউজ তারের বৈশিষ্ট্য হল—
(a) রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ
(b) রোধ নিন্ন, গলনাঙ্ক নিন্ন
(c) রোধ নিন্ন, গলনাঙ্ক উচ্চ
(d) রোধ উচ্চ, গলনাঙ্ক নিন্ন
1.9 কোন পরিবাহীর দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে রোধাঙ্ক হবে—
(a) দ্বিগুণ (b)চারগুণ
(c) অর্ধেক (d) অপরিবর্তিত
1.10 কোনটি মৌল পর্যাযগত ধর্ম নয়—
(a) পরমাণুর ব্যাসার্ধ (b) গলনাঙ্ক
(c) জারণ-বিজারণ (d) তড়িৎ ধনাত্মকতা
1.11 কোন মৌলটির জারণ ধর্ম সবচেয়ে বেশি—
(a) O (b) F
(c) N (d) B
1.12 নীচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান—
(a) NaCl (b) LiH
(c) HCl (d) CaO
1.13 গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী সঠিক ক্রম—
(a) a>b>g (b) g>b> a
(c) a>g>b (d) g>a>b
1. 14 কোন খনিজটি আকরিক নয় ?
(a) রেড হিমাটাইট (b) জিংক ব্রেন্ড (c) বক্সাইট (da) আয়রন পাইরাটিস
1.15 তিনটি কার্বন পরমানুযুক্ত আালকাইনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা—
(a) 6 (b) 8
(c) 3 (d) 4
বিভাগ- খ’
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1x21=21
2.1 নাইট্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যা ওজোন স্তর
ধ্বংসে সহায়তা করে?
2.2 গোবর গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদান কী?
অথবা
বায়ুমন্ডলের কোন স্তরকে শান্তমন্ডল বলে?
2.3 কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে?
2.4 সর্বজনীন গ্যাস ধ্রুবকের SI একক কী ?
অথবা
সত্য / মিথ্যা তা লেখ (আ্যাভোগাড্রো সূত্রে-গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়)
2.5 কোনো নিদিষ্ট মাধ্যমের প্রতিসরাংক কোন বর্ণের ক্ষেত্রে সর্বাধিক?
অথবা
শৃন্যস্থানের পরম প্রতিসরাঙ্ক এর মান কত?
2.6 জলের ভিতরে উৎপন্ন বায়ুর বুদবুদ অভিসারী না অপসারী লেন্সের মতো আচরণ করে?
2.7 কোন দর্পণ বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিন্ব গঠন করতে পারে?
2.8 একটি 2 কুলন্ব তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে 10 জুল কার্য করতে হলে বিন্দু দুটির বিভব পার্থক্য কত?
অথবা
দুটি 2 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে?
2.9 রোধাঙ্কের SI একক কী ?
2.10 b রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় ?
অথবা
কোন তেজস্ক্রিয় কণা নির্গমণে আইসোবার সৃষ্টি হয়?
2.1 বাম স্তন্তের সঙ্গে ডান স্তন্তের সামঞ্জস্য বিধান করো:
2.11.1 সন্ধিগত মৌল অ্যাসিটিলিন
2.11.2 ত্রিবন্ধনযুক্ত অণু অ্যালুমিনিয়াম
2.11.3 আ্যামোনিয়া শনাক্তকরণ তামা
2.11.4 থার্মিট পদ্ধতিতে নিশ্কাশন করা হয় নেসলার বিকারক
2.12 মুদ্রা ধাতৃগুলি পর্যায় সারণির কোন শ্রেণিতে আছে?
2.13 কোন ধরনের যৌগে প্রকৃত অনুর অস্তিত্ব নেই?
2.14 তামার চামচের ওপর রুপোর তড়িঘলেপন করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়?
2.15 একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িদবিশ্লেষ্য।
অথবা
কোনো তড়িদবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা?
2.16 লাইকার আযমোনিয়া কাকে বলে?
2.17 CH3CH2CHO এর IUPAC নাম লেখো।
অথবা
CH3CH2CH2OH এর IUPAC নাম লেখো।
2.18 একটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও ।
বিভাগ-গ
3. নিম্নলিখিত প্রন্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2x9=18
3.1 তাপন মূল্য কাকে বলে? SI পদ্ধতিতে তাপনমূল্যের একক কী?
3.2 নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27ºC কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হবে?
অথবা
কোনো নিদিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0ºC থেকে 273ºC তাপমাত্রায় উত্তপ্ত করলে চুড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো।
3.3 গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য চালকের সামনে কোন ধরনের
দর্পন ব্যবহার করা হয় এবং কেন? 2
অথবা
কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে এ মাধ্যমে আলোর বেগ কত নির্ণয় করো। 2
3.4 তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। 2
3.5 সমযোজী ও তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। 2
অথবা
দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় একটি তড়িতযোজী ও সমযোজী যৌগের নাম ও সংকেত লেখো। 2
3.6 সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন? 2
3.7 হেবার পদ্ধতিতে আমোনিয়ার শিল্পোতৎপাদনের শর্তাবলী ও বিক্রিয়ার শমিত সমীকরণ লেখো।2
3.8 প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের সংকেতসহ উদাহরণ দাও।
জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার। 2
অথবা
ধাতু সংকর কাকে বলে? উদাহরণসহ ধাতু সংকর ব্যবহারের একটি সুবিধা লেখো। 2
3.9 প্রদত্ত যৌগগুলিতে কার্যকরী গ্রুপের নাম ও সংকেত লেখো- ইথানল, ইথান্যাল। 2
অথবা
রাসায়নিক সমীকরণ লেখো।
বিভাগ- “ঘ’
4. নিন্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 3x12
4.1 পরমশূন্য উষ্ণতা কাকে বলে? শুষ্ক বায়ু অপেক্ষা আর্র বায়ু লঘু কেন তা ব্যাখ্যা করো। 1+2
4.2 20g অবিশুদ্ধ চুনাপাথর অতিরিক্ত পরিমাণ লঘু হাইড্রোক্লোরিক আযাসিডের সাথে বিক্রিয়া ঘটালে 6.6g CO2 উৎপন্ন হয়। চুনাপাথরের শতকরা বিশুদ্ধি নির্ণয় করো। [Ca=40, C=12, O =16 ] 2
অথবা
64g O2 প্রস্তুত করতে 50% বিশুদ্ধতার কত গ্রাম পটাশিয়াম
ক্লোরেটের প্রয়োজন হবে [K=39, Cl= 35.5, O =16] 2
4.3 তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝ। এর SI একক লেখো। 2+1
অথবা
তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্ক ও আপাত প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও।
এদের মধ্যে সম্পর্কটি লেখো। 2+1
4.4 আকাশ নীল দেখায় কেন ? চন্দ্র পৃষ্ঠ থেকে আকাশকে কি রকম দেখায়? 2+1
4.5 প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ কর যে,
d = i1 + i2 – A (চিহৃগুলি প্রচলিত অর্থ বহন করে) 1+1+1
অথবা
বিচ্ছুরণ কাকে বলে? স্নেলের সুত্রের সাহায্যে আলোর বিছুরণের ব্যাখ্যা
দাও। 1+2
4.6 তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত লেঞ্জের সুত্রটি লেখ। এই সূত্রে কিভাবে শক্তির সংরক্ষণ হয় তা ব্যাখ্যা করো । 1+2
4.7 তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800J তাপ উৎপন্ন
হয়। প্রবাহমাত্রা 1A ও পরিবাহীর রোধ 20 ওহম হলে, কত সময় ধরে
তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছিল।3
অথবা
একটি বাড়িতে দুটি 40 ওয়াটের বাতি, দুটি 75 ওয়াটের পাখা এবং
একটি 70 ওয়াটের একটি টিভি আছে। বাতি, পাখা ও টিভি প্রতিটি
দৈনিক 5 ঘণ্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 10 টাকা হলে, এক
মাসে (30 দিন) ইলেকট্রিক বিল কত টাকা হবে? 3
4.8 কোনো নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে পারমানবিক সংখ্যা ও ভর সংখ্যার কি প্রকার পরিবর্তন হয়? আধানহীন তেজস্ক্রিয় রশ্মি কোনটি ? 2+1
অথবা
নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের দুটি পার্থক্য লেখো।
পারমানবিক চুল্লীতে কোন প্রকার নিউক্রিয় বিক্রিয়া সংঘটিত হয়?2+1
4.9 আয়োনাইজেশন বিভব এবং তড়িৎ ্ণঋত্মকতার সংজ্ঞা লেখো। 3
অথবা
আধুনিক পর্যায় সুত্রটি লেখো। একই শ্রেণীভূক্ত মৌলগুলির ধর্মেরসাদৃশ্য দেখা যায় কেন? 1+2
4.10 তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহণ এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের পার্থক্য লেখ। 1+2
4.11 শর্তাবলী ও বিক্রিয়ার শমিত সমীকরণসহ ইউরিয়াকে কীভাবে
শিল্পোৎপাদন করা হয় লেখো। 3
4.12 C3H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লেখো। 3
অথবা
জৈব ও অজৈব যৌগের তিনটি পার্থক্য লেখো। 3
সৌজন্যে : স্যান্ডফোর্ড অ্যাকাডেমি
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct