মায়ের ভাষা
আসগার আলি মণ্ডল
তারকাঁটাতে ভাগ হয়েছে
ভাগ হয়নি ভাষা
ফেব্রুয়ারিটা জাগিয়ে তোলে
গহন মনের আশা।
অ,আ,ক,খ মায়ের ভাষা
কে ভোলাবে,সাধ্য কার ?
এই ভাষাটাই ছিনিয়ে নিতে
শত তরুণ খেলো মার।
আব্দুল,জব্বার,বরকত,সালাম
এদের কি আর ভোলা যায় !
তাজা খুনে ভেজা মাটি
শুঁকলে আজও সুবাস পাই।
বাউল-সাধক,খেয়ার মাঝি
বাংলা ভাষায় গায় গান
বিশ্ব মাঝে এই ভাষাটাই
বাংলা ভাষীর রাখলো মান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct