অমর একুশ
সামাউন সেখ
প্রিয় তুমি বাংলা ভাষা
আমার আপন জন ,
বাংলা ভাষায় কথা বলে
ভরে ওঠে মন ।
বাংলা ভাষায় বললে কথা
গর্ব মনে হয় ,
সারা বিশ্বে বাংলা ভাষা
সমাদরে রয় ।
কত বীর শহীদ হলো
বাংলা ভাষা তোমার লাগি ,
অনাহারে কাটিয়ে দিলো
কত রাত জাগি জাগি ?
সালাম-জাব্বার- বরকত আরো
নাম না জানা কত শত জন ,
রক্ত দিয়ে বাঁচিয়ে ছিলো
বাংলা ভাষা ধন ।
হৃদ মাঝারে বাংলা ভাষা
গর্ব মোদের তুমি ,
ধন্য মোরা বাঙালী আজ
বঙ্গ মাতৃভূমি ।
অমর একুশ তোমারে আজ
স্মরণ করি যোগ্য সম্মানে ,
বাঙালী আর বাংলা ভাষা
থাকে যেন সর্বোচ্চ স্থানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct