মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: দিন মজুরের ছেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট শেখ সুরাফ আলি । বর্তমানে তিনি সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন এর ইতিহাস বিভাগের শিক্ষক। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উপস্থিতিতে উইমেন্স স্টাডিজে ফাস্ট ক্লাস ফার্স্ট হয়ে মিশনকে গর্বিত করল। তার এই সাফল্যে মিশনের সম্পাদক হাজি কুতুবুদ্দিন খুবই আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন অত্যন্ত মেধাবী দরিদ্র পরিবারের সন্তান সুরাফ যখন জীবন সংগ্রামে লড়াই করছিল খুবই দুঃখের মধ্যে অর্থ কষ্টের মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছিরেন। ঠিক সেই সময়ই সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন তাকে শিক্ষক হিসেবে নিযোগ করেন। এতে কিছুটা অর্থ কষ্ট লাঘব হয়। আরামবাগ মহাকুমার গোঘাট থানার অন্তর্গত বড়মা গ্রামের একটা ছোট্ট পরিবারের বেড়ে ওঠে, খুব কষ্টের মধ্যে জীবন যাপন করে পড়াশোনা চালিয়ে গেছেন শেখ সুরাফ আলি, পিতা শেখ আকতার আলি একজন দিনমজুর। বর্তমানে অসুস্থ পিতার সামনে মুখ উজ্জ্বল করলেন তারই কনিষ্ঠ পুত্র সেখ সুরাফ আলি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাকত্তোর শ্রেণীর মানবীবিদ্যা বিভাগের ফাস্ট ইন ফাস্ট ক্লাস (2017-2019) হয়ে স্বর্ণপদক পেয়ে খুশির বাতাবরণ তৈরি করেছে।তার এই খুশির খবরে সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশনের সকল কর্মকর্তা , শিক্ষক , ছাত্র ও তার পরিবারসহ গ্রামবাসী বৃন্দ খুবই আনন্দিত ও আপ্লুত ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct