তোমার খেয়ালে
মহ. মোতাহারুল হক
আমি চরাচর করি বিশ্ব ভুবনে
তোমার খেয়ালে
অতীতের সেই কোনো একদিন
সঁপেছিলো আমার হাতে তোমার পরিজন
তুমি অনন্ত দূরে পাড়ি দেয়েছো এখন
এ তোমার অনিচ্ছা যদিও
ঈশ্বর ডেকেছে তাই গেছো
কোলের ফুটফুটে চার বছরের সন্তানটি
তোমার সন্ধান করে, মা মা করে ডাকে
কান্নায় ভেসে যায়; সন্তানকে বোঝায়
তোমার খেয়ালে ভাসি উন্মত্ত মনে
বার বার আমিও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct