আপনজন ডেস্ক: ইংল্যান্ডের পাহাড়সম রানের বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ব্যর্থ হয় নিউজিল্যান্ডের ব্যাটাররা। ওয়েলিংটনে ফলো অনে পড়া কিউইরা দ্বিতীয় ইনিংসে লড়াই গড়ে তুলেছে প্রতিরোধ। ওয়েলিংটন টেস্টের প্রথম দিন ৩ উইকেটে ৩১৫ রান তোলে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৪৩৫ রান সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ইংলিশরা। দিনের বাকি সময়ে ১৩৮ রান তুলতে ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। তৃতীয় দিনে দলীয় সংগ্রহে ৭১ রান যোগ করে অলআউট হয় কিউইরা। এতে ২২৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া ব্ল্যাক ক্যাপরা এবার ওপেনিং জুটিতে তোলে ১৪৯ রান। ১৫৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রান করে আউট হন ডেভন কনওয়ে। আরেক ওপেনার টম ল্যাথাম ১৭২ বলে ১১ বাউন্ডারিতে খেলেন ৮৩ রানের ইনিংস। সুবিধা করতে পারেননি উইল ইয়ং। ২৩ বল খেলে মাত্র ৮ রান করেন আগের ইনিংসে দুইয়ের ঘরে আউট হওয়া এই ব্যাটার। তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ নিউজিল্যান্ডের। এখনও ২৪ রানে পিছিয়ে কিউইরা। ৮১ বলে ২ বাউন্ডারিতে ২৫ রান নিয়ে অপরাজিত থাকেন কেন উইলিয়ামস। ৭০ বলে ১ বাউন্ডারিতে ১৮* রান করেন হেনরি নিকোলস। ৩১ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট নেন ইংলিশ স্পিনার জ্যাক লিচ। ৯ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন জো রুট। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ রানে তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে শূন্য, কেন উইলিয়ামস ৪ এবং উইল ইয়ং ২ রানে আউট হন। শুরুর ধাক্কা সামলে ৩৯ রানের জুটি গড়েন টম ল্যাথাম ও হেনরি নিকোলস। ল্যাথাম ৭৬ বলে ৩৫ রানে আউট হলে ভাঙে এই জুটি। হেনরি নিকোলস ফেরেন ৩৩ রানে। ৩৮ রান করেন টম ব্লান্ডেল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct