আমাদের রক্ত ঝরছে না
কেতকী মির্জা
ডানারা কামড়ে ধরেছে আকাশের নীল
ঝরে পড়ছে ফোঁটায় ফোঁটায় রক্ত
মায়েরা খুঁজছে দ্রুততম শিশুর জন্ম
সবচেয়ে দ্রততায় স্তন্যপান করাবে বলে।
দুই বড় ডানার ওপর
আমার তনয়া আর তোমার তনয়
ওই দেখ নৃত্যরত।
অনেক অনেক নীচে
আমরা পিতারা মাতারা বদলে নিচ্ছি
নিজেদের আপন আপন সংজ্ঞা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct